ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে ‌‘সুন্দরবন’ দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
বাগেরহাটে ‌‘সুন্দরবন’ দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ‘সুন্দরবন’ দিবস-২০১৮ পালিত হয়েছে।
 

এ উপলক্ষে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে মীর জুলফিকর আলী লুলু মিলানয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট মোজাফফর হোসেন, প্রেসক্লাবের সহ সভাপতি নিহার রঞ্জন সাহা, যুগ্ম সম্পাদক আজমল হোসেন, শওকত আলী বাবু, ইয়ামিন আলী প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ