ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে ছাত্রলীগকে ৪৮ঘণ্টার আল্টিমেটাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
রাঙামাটিতে ছাত্রলীগকে ৪৮ঘণ্টার আল্টিমেটাম

রাঙামাটি: রাঙামাটিতে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন তিন সাংবাদিক।এ ঘটনায় ছাত্রলীগকে ৪৮ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিক নেতারা।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ চলাকালে ছাত্রলীগ-পুলিশ মুখোমুখি সংর্ঘষ বাঁধলে দায়িত্ব পালনের সময় দৈনিক পূর্বদেশ পত্রিকার রাঙামাটি প্রতিনিধি এম কামাল উদ্দীন এবং দৈনিক পার্বত্য চট্টগ্রামের রিপোর্টার সাইফুল ইসলাম আহত হয়।

এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনার সময় দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ছত্রং চাকমাও গুরুতর আহত হন।

আহতদের মধ্যে ছত্রং চাকমা এবং কামাল উদ্দীন  রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সাইফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।

হামলার শিকার সংবাদকর্মীরা ও রাঙামাটির সাংবাদিক নেতারা এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে।

এ ঘটনার পর রাঙামাটির কর্মরত সাংবাদিক নেতারা মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাঙামাটি রিপোটার্স ইউনিটিতে এক বৈঠক করেন। বৈঠকে সাংবাদিক নেতারা এ ঘটনার সুষ্ট বিচারের দাবিতে ছাত্রলীগকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। ৪৮ঘণ্টার মধ্যে প্রকৃত অপরাধীদের বিচার না করলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক ফজলুর রহমান রাজন, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সোলায়মান, সাধারণ সম্পাদক হিমেল চাকমা প্রমুখ

বাংলাদেশ সময়:  ০৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এমসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।