ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সংসদেও বসন্তের হাওয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
সংসদেও বসন্তের হাওয়া

জাতীয় সংসদ ভবন থেকে: ঋতুরাজ বসন্তের প্রথম দিনে সংসদেও বইছে বসন্তের হাওয়া। বসন্ত উৎসবের চেতনা ধারণ করে সংসদ সদস্যদের অনেকে বাসন্তী রঙের পোশাক পরে অধিবেশনে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বাসন্তী শাড়ি পরে অধিবেশন পরিচালনা করতে দেখা যায়। বাসন্তী রঙের পাঞ্জাবি পরে অধিবেশনে রয়েছেন হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।


 
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সিমিন হোসেন রিমি, ফজিলাতুন নেসা বাপ্পি, নাসিমা ফেরদৌস, জাতীয় পার্টির রওশন আরা মান্নানকে বাসন্তী রঙের কাপড় পরে সংসদ অধিবেশনে দেখা গেছে।
 
এছাড়া সংসদের অনেক কর্মকর্তাকেও দেখা গেছে বাসন্তী রঙের শাড়ি, পাঞ্জাবি, টি শার্ট পরে আসতে।
 
জাতীয় সংসদের অতিরিক্ত সচিব (মানব সম্পদ) ফরিদা পারভিন বাংলানিউজকে বলেন, আমাদের নারী কর্মকর্তা-কর্মচারীরা বাসন্তী রঙের শাড়ি পরে এসেছেন। এটা অফিসিয়ালি কোনো নির্দেশ ছিল না, যে যার মতো করে শাড়ি, সালোয়ার কামিজ পরে আসছেন, ছবি তুলছেন।  
 
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এসএম/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।