ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংবাদিক মানিক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
সাংবাদিক মানিক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

খুলনা: খুলনার একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল বেপারীকে (৪১) গ্রেফতার করেছেন র‌্যাব।

সোমবার (২২ জানুয়ারি) রাত ১১টায় সাতক্ষীরা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৬ এর এএসপি বজলুর রশীদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ৩০ নভেম্বর নয়জন আসামিকে যাবজ্জীবন কারাদাণ্ডাদেশ দেন খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার।

আসামিরা হলেন- সুমন ওরফে নুরুজ্জামান, বুলবুল ওরফে বুলু, আকরাম ওরফে বোমারু আকরাম, আলী আকবর ওরফে শাওন, সাত্তার ওরফে ডিস্কো ছাতার, বিল্লাল বেপারী, মিথুন, সরোয়ার ওরফে সরো, সাফায়াত ওরফে শওকত ওরফে সাকা। এদের মধ্যে বিল্লাল ছাড়া পলাতক রয়েছেন সাত্তার ওরফে ডিস্কো ছাতার, মিথুন, সরোয়ার ওরফে সরো, সাফায়াত ওরফে শওকত ওরফে সাকা।

২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে ছোট মির্জাপুরে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক মানিক চন্দ্র সাহা। খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মানিক সাহা বিবিসি, দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন এবং নিউএজ পত্রিকায় কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
এমআরএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ