ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ মুসল্লির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
সিলেটে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ মুসল্লির মৃত্যু দুর্ঘটনা কবলিত বাস। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। একইসময় আরও ১০জন আহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই টঙ্গীর ইজতেমা ফেরত যাত্রী।

তারা ইজতেমা শেষে সুমনাগঞ্জে ফিরছিলেন।

দুর্ঘটনাস্থল থেকে সিলেটের দক্ষিণ সুরমা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রিপন দাস নিহত চারজনের নাম নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সুনামগঞ্জের সদর উপজেলার নোয়াগাওয়ের আবু বকর (৫৫), পাশ্ববর্তী গুলের গাওয়ের আকবর আলী (৫০), পলাইয়া গ্রামের আবদুল জফুর (৪৫) ও উলুতুল গ্রামের আব্দুল খালেক (৪৮)।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।  

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে আসা বাসের সঙ্গে বিপরীতগামী ট্রাকের সংঘর্ষ হয়। নিহতরা সবাই সুনামগঞ্জের বাসিন্দা ও ইজতেমার মুসল্লি। তারা ইজতেমা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ফিরছিলেন।

তিনি বলেন, নিহতের মরদেহ-আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধারে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮/আপডেট: ০৯৪২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।