ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লাখাইয়ে নকল কীটনাশক বিক্রেতাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
লাখাইয়ে নকল কীটনাশক বিক্রেতাকে জরিমানা লাখাইয়ে নকল কীটনাশক বিক্রেতাকে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাইয়ে রাসেল মিয়া (২২) নামে এক নকল কীটনাশক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ জানুয়ারি) রাত ৯টায় লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমান এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত রাসেল চুনারুঘাট উপজেলার উত্তর গোড়ামী গ্রামের আব্দুস সামাদের ছেলে।

ইউএনও ওবায়দুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে রাসেল বাসুদেব কীটনাশকের প্যাকেটের অনুকরণে তৈরী রাসুদেব লেখা প্যাকেট এবং ফোরাডন কীটনাশকের অনুকরণে তৈরি ফোরাডান কীটনাশকের প্যাকেট ভর্তি ১০টি কার্টুন নিয়ে লাখাইয়ের বুল্লা বাজারে পাইকারি বিক্রি করতে আসেন। খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।