ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহেশখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
মহেশখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক আটক

কক্সবাজার: পারিবারিক কলহের জেরে কক্সবাজারের মহেশখালীতে মনোয়ারা বেগম (৩২) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী আহমদ আলী। এ ঘটনায় ঘাতক আহমদকে আটক করেছে পুলিশ।


শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে ঘটিভাঙ্গা এলাকায় আহমদ তার স্ত্রী মনোয়ারাকে মারধর করেন।

একপর্যায়ে আহমদ ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে মনোয়ারার মাথায় আঘাত করেন। পরে মনোয়ারাকে আহতবাস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে স্ত্রীকে মেরে স্বামী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা আটক করে আহমদকে গাছের সঙ্গে বেঁধে রাখেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, খবর পেয়ে এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
টিটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad