ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মনিকাকে বাঁচাতে এগিয়ে আসুন

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
মনিকাকে বাঁচাতে এগিয়ে আসুন মনিকাকে বাঁচাতে মানববন্ধন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেধাবী ছাত্রী মনিকাকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার বাবা মনিরুল ইসলাম।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, তার ১৯ বছর বয়সী মেয়ে মনিকা ইসলাম মরণঘাতি ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

৬ মাস ধরে তাকে কেমোথেরাপি দেওয়া হলেও সুস্থ হয়নি। তাকে মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মনিকাকে অ্যালোজেনিক বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে।

কিন্তু এ চিকিৎসা বাংলাদেশে নেই, নিতে হবে বিদেশে। খরচ হবে প্রায় এক কোটি টাকা। আমি একজন ক্যান্টিন ব্যবসায়ী হয়েও মেয়ের পেছনে প্রায় ৩০ লাখ টাকা খরচ করেছি। এখন আমি সর্বশান্ত ও হতাশ হয়ে পড়েছি। প্রধানমন্ত্রীসহ দেশের সব মানুষ, প্রবাসী, স্কুল কলেজের শিক্ষার্থী ও বিত্তবানদের প্রতি অনুরোধ আপনারা সহায়তা করলে আমার মেয়ে নতুন জীবন ফিরে পেতে পারে।

এ সময় মানববন্ধনে মনিকার চাচা শেখ আব্দুস সালাম, সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক রেদওয়ান অর্ণব, সামাজিক সংগঠন বন্ধন পরিবারের টি আই রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

সাহায্য পাঠানোর ঠিকানা: মনিরুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর-১২০১৫১১৩৩১৩ ডাচ বাংলা ব্যাংক, খুলনা শাখা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।