ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়িয়াল খাঁ নদে নৌকা ডুবে কৃষক নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
আড়িয়াল খাঁ নদে নৌকা ডুবে কৃষক নিখোঁজ

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদে নৌকা ডুবির ঘটনায় ইসমাইল হাওলাদার (৫৫) নামে এক কৃষক নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় নৌকা ডুবের ঘটনা ঘটে।

নিখোঁজ কৃষক ইসমাইল হাওলাদার পার্শ্ববর্তী মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিগ্রিরজর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হাওলাদারসহ আরও দু’জনে নৌকায় করে ধান নিয়ে বাড়ি থেকে মীরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আড়িয়াল খাঁ ও সুগন্ধা নদীর মোহনায় পৌঁছালে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও ইসমাইল হাওলাদারের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিখোঁজ ওই কৃষকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

বাংলা‌দেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়া‌রি ১৯, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad