ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণে নিহত ১

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির আক্রমণে ইয়াকুব আলী (৪৫) নামে এক রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে। এ সময় হুড়োহুড়িতে আহত হয়েছে আরও ৩ রোহিঙ্গা শরণার্থী।

শুক্রবার (১৯ জানুয়ারি) ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মধুরছড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী মৃত আলী আহমদের ছেলে বলে জানা যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন বাংলানিউজকে বলেন, ভোরের দিকে দু’টি বন্যহাতি লোকালয় থেকে কিছুটা দূরের ওই রোহিঙ্গা ক্যাম্পে হামলা চালালে ইয়াকুব আলী নামে এক রোহিঙ্গা শরণার্থী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটানায় হুড়োহুড়িতে আহত হয় আরও চারজন রোহিঙ্গা।

বন্যহাতির আক্রমণে ওই ক্যাম্পের প্রায় ছয়টি ঘর বিধ্বস্ত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে গত ১৪ অক্টোবর উখিয়ায় বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির আক্রমণে চার রোহিঙ্গা নিহত হয়।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।