ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দৌলতপুরে প্রতারক চক্রের ৩ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
দৌলতপুরে প্রতারক চক্রের ৩ সদস্য আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে অনলাইনে ভুয়া বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় র‌্যাব-১২।

আটকরা হলেন- দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে হামিম আহম্মেদ (২৫), একই এলাকার আবুল হাসান শেখের ছেলে মুকুল হোসেন (২৫) ও বাবুল হোসেন।


 
র‌্যাব জানায়, অনলাইনে ভুয়া মোবাইল সেট বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করতো চক্রটি। খবর পেয়ে বুধবার তারাগুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।