ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পার্বত্য চট্টগ্রামে বর্ডার রোড নির্মাণ শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
পার্বত্য চট্টগ্রামে বর্ডার রোড নির্মাণ শুরু  কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বিজিবি আয়োজিত সেমিনার

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের সীমান্ত প্রহরায় বর্ডার রোড নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি পার্বত্য অঞ্চলের সীমান্ত প্রহরায় নতুন বিওপি পোস্ট স্থাপন করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনা শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বিজিবি আয়োজিত সেমিনারে এ কথা জানানো হয়।  

সেমিনারে রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ পাভেল আকরাম, ১৯-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. শামসুল আরেফিন, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান ড. মোহাম্মদ অসিউর রহমান এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান মোহাম্মদ জুয়েল শিকদার বক্তব্য রাখেন।

 

বক্তারা পার্বত্য অঞ্চলসহ দেশের সীমান্তে স্মার্ট ফেন্সিং ও ড্রোনসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।