ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
জয়পুরহাটে বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা জয়পুরহাটে বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা

জয়পুরহাট: জয়পুরহাটে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০১৮।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি  (আইএমএমএম) চত্বরে এ মেলার উদ্বোধন করেন বিসিএসআইআর এর অতিরিক্ত সচিব গোলাম রব্বানী।

আইএমএমএম এর জয়পুরহাটের পরিচালক ড. মোহাম্মমদ নাজিম জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোকাম্মেল হক, পুলিশ সুপার রশীদুল হাসান ও প্রকৌশলী সজিব অনিন্দ্য ধর।

মেলায় জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা ও টাঙ্গাইল জেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩১১ জন শিক্ষার্থী ১৬২টি গবেষণা প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।