ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈশ্বরদীতে বাসচাপায় নসিমনের ২ যাত্রী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
ঈশ্বরদীতে বাসচাপায় নসিমনের ২ যাত্রী নিহত

ঈশ্বরদী, পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের তেঁতুলতলা নামক স্থানে বাসচাপায় নসিমনের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দাশুড়িয়া ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের সামসুদ্দিন কামাল (৫৫) ও সোলায়মান হোসেন (৬০)।

 

আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ঈশ্বরদীর পাকশি হাইওয়ে পুলিশের ইনচার্জ নাজমুল হাসান বাংলানিউজকে জানান, সকালে তেঁতুলতলা নামক স্থানে পাবনা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস দাশুড়িয়া থেকে আসা একটি নসিমনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নসিমনের দুই যাত্রী মারা যান। এসময় আহত হন তিনজন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, বাসসহ চালককে আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।