ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামগড়ে ইউপিডিএফ কর্মী আটকের ঘটনায় নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
রামগড়ে ইউপিডিএফ কর্মী আটকের ঘটনায় নিন্দা

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার রামগড়ে আগ্নেয়াস্ত্রসহ আটককৃতদের-নিজেদের কর্মী দাবি করে এ ঘটনায় নিন্দা জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইউপিডিএফিই জেলা ইউনিটের প্রধান সংগঠক সচিব চাকমার পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে তিনি বলেন, ‘বৈদ্যপাড়া বিজিবি ক্যাম্পের একদল জওয়ান সোমবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে তিনটার দিকে সাথোয়াই প্রু মার্মার বাড়ি থেকে তাদের আটক করে।

পরে বিজিবির সদস্যরা তাদের হাতে অস্ত্র-গুলি গুঁজে দিয়ে রামগড় থানায় হস্তান্তর করে বলেও অভিযোগ করা হয়। ’

বিবৃতিতে আটক দু’ইউপিডিএফ সদস্যকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া এবং পার্টির উপর রাজনৈতিক দমন-পীড়ন, অবৈধ ধরপাকড়, বন্ধ করার দাবি জানানো হয়।

খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রেমতলায় রোববার (১৪ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দু'জনকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। আটককৃতরা হলেন- সুজন মারমা (২৮) ও আবাই মারমা (৩৩)।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad