ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দৌলতপুরে ট্রান্সফারমার বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
দৌলতপুরে ট্রান্সফারমার বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পল্লীবিদ্যুতের ট্রান্সফারমার বিস্ফোরণ হয়ে লুৎফর রহমান (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই লাইনম্যান আহত হয়েছেন।
 

সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার কল্যাণপুর গ্রামের মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার ক্ষেমির দিয়াড় গ্রামের মানিক মণ্ডলের ছেলে।

আহতরা হলেন- বিদ্যুতের মালামাল বহনকারী ভ্যান চালক লুৎফর রহমান (৪২) ও লাইনম্যান মাজিদুল (৪০)।
 
স্থানীয়রা জানায়, পল্লীবিদ্যুতের ওই তিন কর্মী সেচ পাম্পের লাইন পরীক্ষা করার সময় ট্রান্সফারমার বিস্ফোরণ হয়। এতে লাইনম্যান লুৎফর রহমান খুঁটির নিচে পানির মধ্যে পড়ে যান। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে বাবুল ও মাজিদুল দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন। আহত লুৎফর ও মাজিদুল বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পল্লীবিদ্যুৎ সমিতি দৌলতপুর জোনাল অফিসের ডিজিএম মো. আশরাফ উদ্দিন খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad