ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় ৪২৭ টিআরসির সমাপনী কুচকাওয়াজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
খুলনায় ৪২৭ টিআরসির সমাপনী কুচকাওয়াজ টিআরসির সমাপনী কুচকাওয়াজ/ছবি: মানজারুল ইসলাম

খুলনা: খুলনায় ৪২৭ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) শিরোমনিস্থ ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্যারেড গ্রাউন্ডে তাদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ২০১৭ সালের ১০ জুলাই যোগদান করে ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে তাদের এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে টিআরসিদের অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. দিদার আহম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন খুলনার কমান্ডিং অফিসার মুহম্মদ শহীদুল্যাহ্ চৌধুরী পিপিএমসহ সব অফিসাররা। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন ৩ এপিবিএনের পুলিশ পরিদর্শক (সিডিআই) শ্রী অরবিন্দু কুমার পোদ্দার।

সমাপনী কুচকাওয়াজে মোট ৬টি কন্টিজেন্ট অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা,  জানুয়ারি ১৪ , ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।