ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেলো ডুবোচরে আটকে পড়া লঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেলো ডুবোচরে আটকে পড়া লঞ্চ

পটুয়াখালী: জোয়ার আসায় পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ডুবোচরে আটকা পড়া ৪টি লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এরআগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকহাজার যাত্রী নিয়ে লঞ্চগুলো পটুয়াখালীর লোহালিয়ার ঝিলনা এলাকায় আটকা পরে।

লঞ্চগুলো হলো- ঢাকাগামী এমভি সুন্দরবন-৯, এমভি সাত্তার খান, এমভি জামাল-৫ ও এমভি জামাল-৬।

পটুয়াখালী নদী বন্দরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, ভাটার কারণে ডুবোচরে আটকা পড়া লঞ্চগুলো জোয়ার আসার সঙ্গে সঙ্গে যাত্রীদের নিয়ে নিরাপদেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৪০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।