ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৯৪৫ যাত্রীর জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৯৪৫ যাত্রীর জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৯৪৫ যাত্রীর কাছ থেকে এক লাখ ৮৬ হাজার ৫৯৫ টাকা জরিমানা আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) সর্দার সাহাদাত আলী এ জরিমানা আদায় করেন।

এসময় উপস্থিত ছিলেন ভৈরব স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ অন্য কর্মকর্তারা।

সর্দার সাহাদাত আলী বাংলানিউজকে বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া ১৪টি আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনে টিকিট চেকিং অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad