[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৮ আষাঢ় ১৪২৫, ২২ জুন ২০১৮

bangla news

বোরহানউদ্দিনে ৩ রাউন্ড গুলিসহ ২ দস্যু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-১২ ৯:৩৬:০৬ পিএম
প্রতীকী

প্রতীকী

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে ৩ রাউন্ড গুলিসহ দুই দস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) ভোরে উপজেলার গঙ্গাপুর ও জয়নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-দৌলতখান উপজেলার জয়নগর গ্রামের কয়ছর গাজীর ছেলে পারভেজ (৩৫) ও খুলনা লবনচড়া থানা এলাকার মনসুর আলীর ছেলে রুহুল আমিন।

বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম গঙ্গাপুর এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পারভেজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। তার কাছ থেকে ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুয়ায়ী জয়নগর গ্রামের পারভেজ এর বাসা থেকে অপর ডাকাত রুহুল আমিনকে গ্রেফতার করে। রুহুল আমিনের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা এবং মনছুরের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa