[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৫ আশ্বিন ১৪২৫, ২০ সেপ্টেম্বর ২০১৮
bangla news

ধনু নদী থেকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-১২ ৭:৩৮:০৩ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলীতে পাথর বোঝাই কার্গো (বলগেট) ডুবির একদিন পর মহসিন নামে নিখোঁজ এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে নিকলীর ধনু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মহসিনের বাড়ি বরগুনা জেলার তালতলিতে।

এ ঘটনায় এখনো দু’জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তারা হলেন- একই এলাকার আল আমীন ও মইন উদ্দিন। এর আগে ঘটনার দিন এক শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে জানান, ময়মনসিংহ থেকে যাওয়া চার ডুবুরি সকাল থেকে নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। দুপুর ১টার দিকে তারা কার্গোর ভেতর থেকে মহসিনের মরদেহ উদ্ধার করে। এসময় তারা ডুবে যাওয়া কার্গোটি শনাক্ত করে। কার্গোটি প্রায় ৫০ ফুট পানির নিচে রয়েছে বলে ডুবুরিরা জানায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জানুয়ারি)  দুপুরে পাথর বোঝাই কার্গোটি স্রোতের টানে ডুবে যায়। এসময় এর ভেতরে চারজন শ্রমিক ছিলেন। ওইদিন বিকেলে মহসিন নামে এক শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
আরবি/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa