ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভৈরবে অগ্নিদগ্ধ হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
ভৈরবে অগ্নিদগ্ধ হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে অগ্নিদগ্ধ হয়ে খায়রুন্নেছা এলিজা (৫৮) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খায়রুন্নেছা এলিজা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুর এলাকার বাসিন্দা।

তিনি ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে ২৭ বছর ধরে শিক্ষকতা করে আসছিলেন।

স্থানীয়রা জানান, শিক্ষিকা এলিজা ভৈরবের চণ্ডিবের এলাকায় ভাড়া বাসায় একা থাকতেন। সোমবার (০৮ জানুয়ারি) সকালে গ্যাসের চুলায় পানি গরম করার সময় অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর দুপুর ২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।