ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নাঈম ইসলাম (২৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত নাঈম উপজেলার সুন্দ্রাহবি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে জানান, বেশ কিছুদিন ধরে উপজেলার কাকিনা এলাকার এক কলেজছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল নাঈম। এ বিষয়ে ওইছাত্রী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় নাঈমকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।