ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
লালমনিরহাটে বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লালমনিরহাট: বিজয় র‍্যালিতে বিএনপি-আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় লালমনিরহাটে বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে জানা যায়, বিজয় দিবসের র‍্যালিতে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া বাধে।

এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে আসামিদের ছোঁড়া ইট পাটকেলের আঘাতে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সুশান্ত সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম, বাদি নিজে এবং দুই কনস্টবল আহত হন। পুলিশের ওপর আক্রমণের এ ঘটনায় বিএনপির ২৮ জন নেতাকর্মীর নামসহ অজ্ঞতনামা আরো ৩/৪ শত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সদর থানার এসআই আলমগীর হোসেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞতনামা আরো ৩/৪ শত জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে আহত পুলিশ সদস্যরা আশঙ্কা মুক্ত বলে জানান তিনি।

**বিজয় র‌্যালিতে আ’লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসম্বের ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।