ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নানা আয়োজনে রাঙামাটিতে হানাদার মুক্ত দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
নানা আয়োজনে রাঙামাটিতে হানাদার মুক্ত দিবস পালন নানা আয়োজনে রাঙামাটিতে হানাদার মুক্ত দিবস পালন। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। 

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে জেলা শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সামনে শহীদ এমএ আলী স্মৃতিস্তম্ব চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করা হয়।  

তৎকালীন শেখ ফজলুল হক মনির নেতৃত্বাধীন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ)-এর দুই মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ পেয়ারা ও লে. কর্নেল (অব.) মনিষ দেওয়ান পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন।

 

এসময় ৭১ সালে রাঙামাটিতে যুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধাসহ রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে রাঙামাটি মুক্ত দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।