ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
সাতক্ষীরায় ফেনসিডিলসহ আটক ২

সাতক্ষীরা: সাতক্ষীরা শহরে অভিযান চালিয়ে ৫৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। 

শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের জজ আদালত এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- জেলার কালিগঞ্জ উপজেলার খামারপাড়ার আবদুল গফুরের ছেলে বাবর আলী ও দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের মোকছেদ আলীর ছেলে আল আমিন।

সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক আলি আহমেদ হাশেমী বাংলানিউজকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের জজ আদালত এলাকায় কালিগঞ্জ থেকে আসা একটি ট্রাককে চ্যালেঞ্জ করা হয়। এসময় ট্রাকটি তল্লাশি করে ৫৫০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ ও দুই পাচারকারীকে আটক করা হয়।  

প্রাথমিকভাবে আটকরা কালিগঞ্জ থেকে ফেনসিডিলগুলো লোড করে ঢাকায় পাচারের কথা স্বীকার করেছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।