ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুচকাওয়াজের সালাম গ্রহণ করছেন রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
কুচকাওয়াজের সালাম গ্রহণ করছেন রাষ্ট্রপতি কুচকাওয়াজের সালাম গ্রহণ করছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

ঢাকা: রাজধানীর পুরনো বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহান বিজয় দিবসের কুচকাওয়াজের সালাম গ্রহণ করছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে রাষ্ট্রপতি প্যারেড স্কয়ারে এলে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল দশটা ২৭ মিনিটে প্যারেড স্কয়ারে আসেন প্রধানমন্ত্রী।

জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছে খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

প্যারেড পরিদর্শন শেষে অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে কুচকাওয়াজের সালাম গ্রহণ করছেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত আছেন মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, কূটনৈতিক, দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথি, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কুচকাওয়াজের অধিনায়কের দায়িত্ব পালন করছেন নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আকবর হোসেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।