ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে পাবনায় সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে পাবনায় সমাবেশ

পাবনা: প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে পাবনা শহরের পিটিআই স্কুলের মাঠে জেলার ৯টি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা এ সমাবেশে অংশ নেন।

সমাবেশে ২২ ডিসেম্বরের মধ্যে দাবি না মানা হলে ২৩ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনের ঘোষণা দেন শিক্ষকরা।

এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, একে এম শরিফুল ইসলাম, মো. তায়েজুল ইসলাম, মো. আব্দুল মান্নান, মামুনুর রশিদ, আরিফুল ইসলাম মিঠু, মৌসুমী দে প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।