ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

বরিশাল: মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দেওয়ার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করা হয়েছে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল জেলা ও মহানগর কমিটির আয়োজনে শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে এ মিছিলটি বের করা হয়।

মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।

এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ট্রাম্পের এ ঘোষণায় বিশ্বের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে। ট্রাম্পের ঘোষণার পরেই ফিলিস্তিনের পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। তাই মুসলিম বিশ্ব নেতৃবৃন্দের ফিলিস্তিন ও ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা করে জেরুজালেমের বিষয়টি মিমাংসা করা উচিত।  

কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমসহ ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বরিশাল জেলা ও মহানগরের ‍ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এমএস/বিএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।