ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
মৌলভীবাজারে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, খাদ্যে ভেজাল মেশানো এবং যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়ায় মৌলভীবাজারের রাজনগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজনগর উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচলনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

এসময় টেংরা বাজারে ঢাকা কুইং অ্যান্ড বেকারি ফুড প্রোডাক্টসের মালিককে ৫ হাজার টাকা ও তারাপাশা বাজারে বিসমিল্লাহ বেকারির মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, মূলত জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছি। এ দুই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন করছিল। তাই তাদের জরিমানা করা হয়েছে।

বাংরাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ