ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘আমরাও যেন তাদের চেতনা লালন করতে পারি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
‘আমরাও যেন তাদের চেতনা লালন করতে পারি’ শহীদ বৃদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢাবি উপাচার্য

ঢাকা: শহীদ বু‌দ্ধিজীবী‌দের যে চেতনা যা নি‌জের জীব‌নে বাস্তবায়ন ঘটা‌নো হ‌বে শ্রদ্ধা নি‌বেদ‌নের শ্রেষ্ঠ উপায়। আমরা যেনো তাদের অসাম্প্রদা‌য়িক চেতনা লালন করতে পারি এমন অভিমত ব্যক্ত করেন ঢাকা  বিশ্ব‌বিদ্যাল‌য়ের উপাচর্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। 

বৃহস্প‌তিবার (১৪ ডি‌সেম্বর) মিরপু‌রে শহীদ বু‌দ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ‌শে‌ষে সাংবা‌দিক‌দের একথা ব‌লেন তি‌নি।  


‌তি‌নি বলে‌ন, স্বাধীনতার চেতনার মূলে যে দর্শন তার ভি‌ত্তিপ্রস্তর স্থাপ‌নে যারা কাজ ক‌রে‌ছি‌লো তা‌দের হত্যা ক‌রে‌ছি‌লো এই‌দি‌নে।

 

‌তি‌নি আরও ব‌লেন, তারাই উদার অসাম্প্রদা‌য়িক বাঙালি জা‌তীয়তাবাদ চেতনার ভি‌ত্তি স্থাপন ক‌রে‌ছি‌লো। সে কার‌ণে পা‌কিস্তানিরা ভে‌বে‌ছি‌লো তা‌দের‌কে হত্যা কর‌তে পার‌লে মু‌ক্তিযু‌দ্ধের চেতনা বিলীন হ‌য়ে যা‌বে।  কিন্তু ‌চেতনা বিনাশ হয় না। দেশের সেরা সন্তান‌দের হত্যা ক‌রে তারা মেধাশুন্য জা‌তি কর‌তে চে‌য়ে‌ছি‌লো।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
‌এসএ/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।