ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ বু‌দ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ বু‌দ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা শহীদ বু‌দ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, বিবি, পিএসসি ফুল দি‌য়ে শহীদ বু‌দ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্প‌তিবার (১৪ ডি‌সেম্বর) সকাল ৭টার পর পর মিরপুর বু‌দ্ধিজীবী কবরস্থা‌নে প্রথমে রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ জা‌তির শ্রেষ্ঠ সন্তান‌দের প্রতি শ্রদ্ধা জানান।

এর পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এসময় বু‌দ্ধিজীবী কবরস্থা‌নের আশপা‌শের রাস্তা নিরাপত্তার চাদ‌রে ঢে‌কে দেওয়া হয়। পরে মন্ত্রী প‌রিষ‌দের সদস্য ও সমা‌জের বি‌শিষ্ট ব্যক্তিরা শহীদ বু‌দ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এর পর সবার জন্য বু‌দ্ধিজীবী কবরস্থা‌ন উন্মুক্ত করে দেওয়া হয়।  

বাংলা‌দেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, ডি‌সেম্বর ১৪, ২০১৭
এসএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।