ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডির প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডির প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জানিয়েছেন এলজিইডির নব-নিযুক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন এলজিইডির নব-নিযুক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী জয়নাল আবেদীন, খলিলুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে আজাদ, নুর মোহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন সরদার, এলজিইডির সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার ফরিদপুর অঞ্চল আব্দুল কুদ্দুস মণ্ডল, গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী একে ফজলুল হকসহ এলজিইডির বিভিন্ন স্তরের প্রকৌশলী ও ঠিকাদারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।