ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ফেনসিডিলসহ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
বেনাপোলে ফেনসিডিলসহ পাচারকারী আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯১০ বোতল ফেনসিডিলসহ মুক্তার মন্ডোল নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সীমান্তের বেনাপোল-বাহাদুরপুর সড়কের নারানপুর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। মুক্তার ঝিনাইদাহের কালিগঞ্জ উপজেলার নাটাবেড় গ্রামের আকিল মন্ডোলের ছেলে।

বিজিবি জানায়, বেনাপোল সীমান্ত পথ দিয়ে ভারতীয় একটি মাদকের চালান দেশের অভ্যন্তরে ঢুকছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্তে অভিযান চালায় বিজিবি। এসময় নারানপুরের একটি ব্রিজের উপর থেকে পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করে ৯১০ বোতল ফেনসিডিলসহ ওই পাচারকারীকে আটক করা হয়।  

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত মালামালসহ আটক পাচারকারী মুক্তার মন্ডোলকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এজেডএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।