ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

জাতীয় প্রেসক্লাবে সদস্যপদ বঞ্চিতদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
জাতীয় প্রেসক্লাবে সদস্যপদ বঞ্চিতদের বিক্ষোভ জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ করছেন সদস্যপদ বঞ্চিত সাংবাদিকরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় প্রেসক্লাবে সদস্যপদের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন পদবঞ্চিত কয়েকশো সাংবাদিক। তাদের ন্যায্য দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদসহ সিনিয়র সাংবাদিক নেতারা।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিতরে সমাবেশের জন্য জড়ো হন সাংবাদিকরা।

জাতীয় প্রেসক্লাবের পদবঞ্চিত সাংবাদিক ফোরামের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

 

সমাবেশে উপস্থিত আছেন সংগঠনের আহ্বায়ক মান্নান মারুফ, সদস্য সচিব জয়ন্ত আচার্য, সিনিয়র সাংবাদিক আমান-উদ দৌলা, দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার তারেক সালমান, দৈনিক নতুন সংবাদের সিনিয়র রিপোর্টার এম উমর ফারুক, দৈনিক যায়যায় দিনের স্টাফ রিপোর্টার এজাজুল হক মুকুল, দৈনিক জনতার সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক দীর্ঘদিন যারা সাংবাদিকতা করছেন তাদের সদস্যপদ দিতে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন।

সমাবেশে মান্নান মারুফ বলেন, প্রেসক্লাবে সবশেষ দুই দফায় গতবছর ৬শ জনকে সদস্যপদ দেওয়া হয়েছে। অথচ ২০-৩০ বছর ধরে সাংবাদিকতা করছেন এমন অনেকে এখনও প্রেসক্লাবের মতো সংগঠনের সদস্যপদ বঞ্চিত। আমরা যোগ্যদের সদস্যপদ চাই।

দৈনিক আলোকিত বাংলাদেশের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান বলেন, যারা প্রেসক্লাবের সদস্যপদ পাওয়ার যোগ্য তাদের সদস্যপদ দেওয়া হোক। আমরা চাই না সাংবাদিকরা তাদের নিজেস্ব প্রতিষ্ঠানের সদস্যপদ পেতে আন্দোলন করুক।
দৈনিক আমার দিনের সিনিয়র রিপোর্টার সমীরণ বলেন, আমরা যেন এই প্রেসক্লাবে বসতে পারি, সাংবাদিক নেতাদের কথা শুনতে পারি। আমাদের নাম তালিকায় থাকার পরেও আমাদের বঞ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এমসি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।