ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে লেগুনা-ট্রাকের সংর্ঘষে স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
নরসিংদীতে লেগুনা-ট্রাকের সংর্ঘষে স্কুলছাত্র নিহত

নরসিংদী: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ডে লেগুনা ও ট্রাকের সংর্ঘষে মো. রাসেল মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। রাসেল নরসিংদী ভেলানগর বাজার এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

সে মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, সকালে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বাবার সঙ্গে লেগুনায় চড়ে স্কুলে যাচ্ছিল রাসেল। পথে ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় তাদের লেগুনার সঙ্গে একটি ট্রাকের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। এ ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যানযটের সৃষ্টি হয়।

খবর পেয়ে নরসিংদী সদর উপজেলা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করে এবং ট্রাক  চালককে আটক করে। এ বিষয়ে সদর মডেল থানার মামলায় প্রস্তুতি চলছে।
    
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।