ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতে পাচার ৩ কিশোরকে বেনাপোলে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
ভারতে পাচার ৩ কিশোরকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশি কিশোরকে তিন বছর পর ফেরত পাঠিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) বাহিনী সদস্যরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টায় স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়ায় তাদেরকে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে।

কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বিজিবি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কাছে তাদের হস্তান্তর করেছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

ফেরত আসা কিশোরেরা হলেন- সাতক্ষীরার ব্রজোপাটুলিয়া গ্রামের রসিদ গাজির ছেলে রায়হান (১৭), গোপালগঞ্জের কোটালিপাড়া গ্রামের সুনিল গাইনের ছেলে সবুজ গাইন (১৭) ও একই জেলার টুপিরিয়া গ্রামের গোবিন্দ শীলের ছেলে আনন্দ শীল (১৫)।  

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর অফিসের কাউন্সিলর নাহার বাংলানিউজকে জানান, সংসারে অভাব অনটনের কারণে তারা ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে সীমান্ত পথে ভারতের দিল্লিতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেলে পাঠায়। সেখান থেকে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগে স্বদেশ প্রত্যাবর্তনে দেশে ফিরে আসে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এজেডএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad