ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর: দিনাজপুর সদরের উথরাইল ইউনিয়নের নুনসাহার চৌধুরীপাড়া থেকে ৯৬ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন র‌্যাব। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তাদের আটক করে পুলিশ। দুপুরে তাদের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আটকরা হলেন- মো. মনোয়ার হোসেন (৪২) ও মো. জাকিরুল ইসলাম (৩৫)। আটক মনোয়ার দিনাজপুর শহরের কসবা এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে ও জাকিরুল একই এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।  

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুস সাকিব বাংলানিউজকে বলেন, আটকরা দীর্ঘদিন ধরে মাদকের পাইকারি ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ৯৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।  

তাদের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান নাজমুস সাকিব।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।