ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জলমহালে মাছ ধরার চেষ্টাকালে হামলায় আহত ৩ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
জলমহালে মাছ ধরার চেষ্টাকালে হামলায় আহত ৩ 

ময়মনসিংহ: নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার বিশোহরি জলমহালে মাছ ধরার চেষ্টার জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। 

সোমবার (১১ ডিসেম্বর) রাতে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন পাহারাদার সালাম (৩০), শামীম (৪৫) ও বাকি (৪০)।

 

জলমহালের অন্যতম ইজারাদার স্থানীয় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র সরকার জানান, চলতি বছরের ২৪ অক্টোবর স্থানীয় উপজেলা পরিষদ থেকে জিয়াকড়া মৎস্যজীবী সমিতি এ জলমহালটি ইজারা নেয়। সোমবার বিকেলে এ জলমহালের সাবেক ইজারাদার নবাব চৌধুরী ও আবুল কালামের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লোক মাছ ধরতে আসেন।  

এ সময় জলমহালের পাহারাদার সালাম বাধা দিলে তাদের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে নবাব চৌধুরীর লোকজন পাহারাদার সালাম, শামীম ও বাকিকে বুকে ও পায়ে বল্লম দিয়ে আঘাত করে।  

প্রথমে তাদের নেত্রকোনা সদর হাসপাতাল ও রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

স্থানীয় জিয়াকড়া মৎস্যজীবী সমিতির সম্পাদক শশী মোহন দাস জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭ 
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।