ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

সোনারগাঁয়ে ক্রেন ছিঁড়ে পড়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
সোনারগাঁয়ে ক্রেন ছিঁড়ে পড়ে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি স্টিল কারখানার ক্রেন ছিঁড়ে লোহার নিচে চাপা পড়ে বাদশা মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার নয়াপুরের কনফিডেন্স স্টিল লিমিটেডের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।  

বাদশা মিয়া সাদিপুর ইউনিয়নের নানাখি গ্রামের তাইজদ্দিনের ছেলে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিষ্ঠানের শ্রমিকরা বাংলানিউজকে জানান, বাদশা বিকেল ৪টার দিকে ট্রাকে সিমেন্টের বৈদ্যুতিক খুঁটি ওঠাচ্ছিলেন। এসময় ক্রেনের তার ছিঁড়ে লোহার নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  

এ বিষয়ে কনফিডেন্স গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) রাসেল চন্দ্র মজুমদার বাংলানিউজকে বলেন, অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। আমাদের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করবো।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের জন্য যোগাযোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।