ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাহুবলে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
বাহুবলে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল আমিন এ অভিযান পরিচালনা করেন।

তিনি বাংলানিউজকে জানান, অভিযানকালে ফ্রিজের মধ্যে নোংরা খাবার ও উচ্চ মূল্যে খাবার বিক্রির অভিযোগে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পাঁচ হাজার, প্যাকেটের ওজন বেশি এবং নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং পরিবেশনের অভিযোগে আদর্শ মিষ্টি ঘরকে সাত হাজার এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে মদীনা ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসম্বের ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।