ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেঞ্চুগঞ্জে ট্রান্সফরমারে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
ফেঞ্চুগঞ্জে ট্রান্সফরমারে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফেঞ্চুগঞ্জে ট্রান্সফরমারে আগুন- ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জ পালবাড়িতে ২শ’ ৩০ কেবি সাব-স্টেশনের ৩শ’ এম বিপিএ ট্রান্সফরমারে আগুন লাগায়  সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুমিল্লার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।  

সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় ট্রান্সফরমারে আগুন লাগার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।  

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে বাংলানিউজকে জানিয়েছেন গ্রিড সেকশনের কর্মকর্তারা।

 

বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বাংলানিউজকে বলেন, ট্রান্সফরমারে আগুন ধরায় বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। আগুন লাগার বিষয়ষটি খতিয়ে দেখা হচ্ছে।  

তিনি বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ১১,২০১৭
এনইউ/বিএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।