ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটগ্রামে ৩ জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
পাটগ্রামে ৩ জুয়াড়ির কারাদণ্ড

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তিন জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ দণ্ডাদেশ দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর কুতুবুল আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে রহিম মিয়া (৩৫), একই এলাকার আফজাল হোসেনের ছেলে ছামিউল ইসলাম (২৫) ও ইসলামপুর ঘাটেরপাড় এলাকার মৃত শহির উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (২৫)।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, উপজেলার বুড়িমারী উফারমারা গ্রামে জুয়ার আসর বসেছে এমন খবরে থানা পুলিশ অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।