ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিনা টিকিটে ভ্রমণ, প্রতিবাদ করায় গার্ডকে মারধরের অভিযোগ

ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
বিনা টিকিটে ভ্রমণ, প্রতিবাদ করায় গার্ডকে মারধরের অভিযোগ

ঈশ্বরদী (পাবনা): পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন ঈশ্বরদী-নাটোর রেলরুটের নাটোর স্টেশনে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের প্রতিবাদ করায় ট্টেন পরিচালককে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে রেলওয়ে পুলিশের বিরুদ্ধে।

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় নাটোর রেলওয়ে-সান্তাহার স্টেশনের মধ্যবর্তী স্টেশনে এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় রেল কর্মচারীরা ক্ষুদ্ধ হয়ে নাটোর স্টেশনে ট্রেনটি আটকে রেখে দোষীদের বিচার দাবি করে।

ফলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যেতে ঘণ্টাখানেক দেরি হয়।

পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রেলওয়ে পুলিশের উপ- পরিদর্শক ইমরান হোসেন, গাইবান্ধা থেকে আসামি নিয়ে দুই কনস্টেবলসহ ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে ফেরার জন্য এসি কক্ষে উঠেন। এ সময় ট্রেনের টিকিট চেকাররা তার কাছে টিকিট চাইলে তিনি ক্ষুদ্ধ হন। পরে ট্রেনের পরিচালক জহুরুল ইসলাম টিকিট চাইলে এসআই ইমরান পুলিশের টিকিট লাগে না দাবি করে ট্রেনের পরিচালককে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
 
এ ব্যাপারে পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসিন জানান, আহত ট্টেন পরিচালকের যাত্রা বাতিল করে তাকে নাটোর স্টেশন মাস্টার অশোক চক্রবর্তীর সহায়তায় স্থানীয় স্বাস্হ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরে ওই এসআইকে ক্লোজ করার পর পরিবেশ শান্ত হয় বলে জানান তিনি।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান লালমনিরহাট রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।