ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধলেশ্বরী তীরে শেষ হলো আঞ্চলিক ইজতেমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
ধলেশ্বরী তীরে শেষ হলো আঞ্চলিক ইজতেমা ধলেশ্বরী নদীর তীরে শেষ হলো তিনদিনের আঞ্চলিক ইজতেমা।

মুন্সীগঞ্জ: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে তিনদিনের আঞ্চলিক ইজতেমা।

শনিবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিনদিনের এ আঞ্চলিক ইজতেমা শেষ হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে ফজর নামাজ শেষে সকাল ৮টা ৩৭ মিনিটে শুরু হয় এবং ৫ মিনিট পরেই শেষ হয়।

কাকরাইলের মুরব্বি মাওলানা ফারুক সায়েদ বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন।

এর আগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) শুরু হয় তিনদিনের এ আঞ্চলিক ইজতেমা।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।