ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চৌদ্দগ্রামে নিখোঁজের দু’দিন পর মরদেহ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
চৌদ্দগ্রামে নিখোঁজের দু’দিন পর মরদেহ উদ্ধার 

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নিখোঁজ হওয়ার দু’দিন পর তাফসির মিয়াজী (৭) নামে এক শিশুর মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাফসির উপজেলার গুনবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামের মিয়াজী বাড়ির আফসার মিয়াজীর ছেলে।

সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (৬ ডিসেম্বর) দুপুরের খাওয়ার শেষে তাফসির বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। এ ঘটনায় তাফসিরের নানা শামছুল হক বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে তাফসিরের মরদেহ খুঁজে পায় তার পরিবার।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল বাংলানিউজকে জানান, পানিতে ডুবে শিশু তাফসিরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।