ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় ২ সহোদরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় ২ সহোদরের মৃত্যু যমজ দুই সহোদরের মরদেহ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আনন্দ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ভ্যানে থাকা হাসান ও হোসেন (১২) নামে যমজ দুই সহোদরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার জকসিন বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

হাসান-হোসেন উপজেলার লাহারকান্দি ইউনিয়নের শফিপুর গ্রামের মসজিদ বাড়ির খোরশেদ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসান-হোসেন দুই ভাই লক্ষ্মীপুর থেকে ফ্রিজ কিনে ভ্যান করে চরচামিতা খালার বাড়িতে যাচ্ছিলো। পথে জকসিন পূর্ববাজারে পৌঁছলে নোয়াখালীর চৌমুহনী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী ভ্যানটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে হাসান-হোসেনের মৃত্যু হয়।  

ওই বাসে থাকা কয়েকজন আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানা যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad