ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে শিগগির আইন 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে শিগগির আইন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে শিগগির আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (০৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদ প্রাঙ্গণে আয়োজিত এক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।  

আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতির উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

 
 
আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির নিয়োগ রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে দেবেন। আর আগামী এক সপ্তাহের মধ্যে অধস্থন আদালতের বিচারকদের গেজেট প্রকাশ করা হবে।
 
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এক প্রশ্নের জবাবে  তিনি বলেন, তারেক রহমান একজন কনভিক্টেড আসামি। তবে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ব্যাপারটি তদন্ত কমিটি দেখবে।

আয়োজক সংগঠন আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার।  

সম্মেলনের উদ্বোধক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। বক্তব্য দেন অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার।
 
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এসকেবি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ