[x]
[x]
ঢাকা, শনিবার, ২ পৌষ ১৪২৪, ১৬ ডিসেম্বর ২০১৭

bangla news

ডোমারে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১২-০৭ ৮:৩০:৩৪ পিএম
ঘোড় দৌড়। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঘোড় দৌড়। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর ডোমারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে পশ্চিম বোড়াগাড়ি মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পশ্চিম বোড়াগাড়ি যুব ঐক্য পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে। ঘোড় দৌড় প্রতিযোগিতায় প্রায় ৫০টি ঘোড়া অংশ নেয়। দ‍ূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে ও স্থানীয় বাহনে চড়ে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ প্রায় ২০ হাজার মানুষ আসে এ প্রতিযোগিতা দেখতে।

ঘোড় দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।

বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ফাতিমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী, বোড়াগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনছুর আলী প্রমুখ।

প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে প্রথম হয়েছেন ঠাকুরগাঁওয়ের চান মিয়া ও দ্বিতীয় হয়েছেন দিনাজপুরের সহিদুল ইসলাম। ‘বি’ গ্রুপে প্রথম হয়েছেন দিনাজপুরের হযরত আলী ও দ্বিতীয় হয়েছেন পীরগঞ্জের রফিকুল ইসলাম। ‘সি’ গ্রুপে প্রথম হয়েছেন রংপুরের গোফফার রহমান ও দ্বিতীয় হয়েছেন মোহনগঞ্জের সহিদুল মেম্বর।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ছয়টি এলইডি টিভি পুরস্কার হিসেবে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Alexa