ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মারুফ জামানসহ সকল নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
মারুফ জামানসহ সকল নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করছেন আইজিপি শহীদুল হক

ঢাকা: সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানসহ সকল নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পুলিশ বার্ষিক শ্যুটিং ও আইজি কাপ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইজিপি বলেন, মারুফ জামান নিখোঁজ হয়েছে বলে পরিবার জিডি করেছে, সেই ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।

নিখোঁজদের মধ্যে বেশিরভাগকেই পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছুদিন আগে এক পুরোহিত নিখোঁজ হয়েছেন, এর আগে ফরহাদ মজহার নিখোঁজ হয়েছিলেন। কিন্তু এর কারণগুলো আপনারা জানেন। সবগুলো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারেই পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। বেশিরভাগ নিখোঁজ ব্যক্তিই উদ্ধার হয়েছে  মারুফ জামানও উদ্ধার হবেন।

নিখোঁজদের মধ্যে যারা ফিরে এসেছেন, তাদের নিখোঁজ হওয়ার কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ফরহাদ মজহার নিখোঁজের কারণ আপনারা জানেন। তেমনিভাবে সকল নিখোঁজেরই আলাদা কারণ রয়েছে, ইন জেনারেল কোন কারণ নেই।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
পিএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।